চট্টগ্রাম

চট্টগ্রামে নামানো হলো বিজিবি

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ৫:৫৩:৪০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে নামানো হলো বিজিবি

বিএনপি’র ঢাকা দেশব্যাপী অবরোধে চলমান জ¦ালাও পোড়াও দমনে চট্টগ্রাম নগরীতে নামানো হযেছে বিজিবি। রোববার (১২ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হওয়া চতুর্থ দফার অবরোধের প্রথম দিন থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহল দল মহাসড়ক ছাড়াও নগরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছে। বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ বলেন, চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বিজিবি চট্টগ্রামে টহল দিচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, অবরোধের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহাসড়কসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যের কয়েকটি টিম টহল দিচ্ছে। অবরোধ ঘোষণার কারণে জেলার গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম মাঠে রয়েছে র‌্যাব-৭।

আরও খবর

Sponsered content

Powered by