রাজশাহী

সিরাজগঞ্জে চরাঞ্চল উন্নয়ণ প্রকল্পের আওতায় সুফলভোগিদের মাঝে ভেড়া বিতরণ অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০৮:২০ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

উপজেলা প্রাণীসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল সিরাজগঞ্জ সদর এর আয়োজনে চরাঞ্চল উন্নয়ণ প্রকল্পের আওতায় সুফলভোগিদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা চত্বরে আয়োজিত ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভেড়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণীসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এম রকিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, চরাঞ্চল উন্নয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা: নন্দদুলাল টিকাদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: গৌরাঙ্গ কুমার তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসনা হেনা। ভেড়া বিতরণ কার্যক্রমের পূর্বে সদর উপজেলা হল রুমে ভেটেরিনারি সার্জন ডা: আশিষ কুমার এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কাওয়াকোলা ইউপি চেয়ারম্যন মোঃ জিয়াউদ্দিন মুন্সি, ইউপি সদস্য সানোয়ার হোসেনসহ সুফলভোগিরা উপস্থিত ছিলেন। চরাঞ্চল উন্নয়ণ প্রকল্পের আওতায় ৫০টি সুফলভোগি পরিবারের মাঝে ৩টি করে ভেড়া বিতরণ করা হয়।

 

Powered by