রাজশাহী

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৩ , ৫:২৩:৩৪ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ, ওজনে কম দেয়া, পঁচা ডিম রাখা, বাসি খাবার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ শহরের এম.এ মতিন সড়কে অভিযানচালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাকিবুল হাসান এই অভিয়ান চালান। অভিযান শেষে এস.এম রাকিবুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ, ওজনে কম দেয়া, পঁচা ডিম রাখা, বাসি খাবার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন এলাকার জলিল হোটেল, ফুড কেয়ার ও ফরহাদ মেডিসিন সেন্টার হলে অভিযান চালানো হয়। অভিযানে জলিল হোটেলকে ২০ হাজার টাকা, ফুডকেয়ার কে ১০ হাজার টাকা ও ফরহাদ মেডিসিন সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by