সিলেট

সিলেটে করোনায় একদিনে ৫জনের মৃত্যু

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:২৮:৩৪ প্রিন্ট সংস্করণ

সিলেট ব্যুরো : মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৩৫ জন। গত শনিবার সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন একজন। রোববার সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য’র কার্যালয় কর্তৃক করোনা পরিস্থিতির দৈনিক আপডেট থেকে এ তথ্য জানানো হয়েছে। করোনায় মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে সবাই সিলেট জেলা বাসিন্দা। এ নিয়ে সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০১ জনের। আর সুনামগঞ্জ জেলায এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ১৪ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজার জেলায় ১০ জন। এদিকে রবিবার (২৬ জুলাই) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭হাজার ৪১৩জন। এরমধ্যে সিলেট জেলায় ৩হাজার ৯৮২জন, সুনামগঞ্জে ১হাজার ৩৯৭জন, হবিগঞ্জে ১হাজার ১১৬ ও মৌলভীবাজারে ৯১৮ জন রোগী রয়েছেন। সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনামুক্ত রোগীর সংখ্যা। সিলেট বিভাগের ৩হাজার ১০০জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিলেট জেলায় করোনামুক্ত হয়েছেন ৯৮২জন, সুনামগঞ্জে ১০৬২, হবিগঞ্জে ৫৬১, মৌলভীবাজারে ৪৯৫ জন ।

আরও খবর

Sponsered content

Powered by