বাংলাদেশ

সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর খালেদা জিয়াকে

  প্রতিনিধি ১৫ জুন ২০২২ , ৮:১০:৩৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চারদিন চিকিৎসাধীন থাকার পর কেবিনে নেওয়া হয়েছে।

আজ বুধবার (১৫ জুন) দুপুরে তাকে সিসিইউ থেকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়।

দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে আজ দুপুর ১টা ১০ মিনিটের দিকে তাকে কেবিনে নেওয়া হয়।

তিনি বলেন, এভারকেয়ারের কার্ডিওলজি বিভাগের প্রধান শাহবুদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা গতকাল বিকেলে ও আজ দুপুরে বৈঠক করে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এখন কেবিনে তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন।

গত শুক্রবার (১০) গভীর রাতে ৭৬ বছর বয়সী খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়৷ সেখানে প্রথমে তার হার্টের এনজিওগ্রাম করা হয়। এরপর এনজিওপ্লাস্টি করা হয়।

খালেদা জিয়া এই নিয়ে মোট পাঁচবার হাসপাতালে ভর্তি হলেন। এর আগে টানা ২১ দিন হাসপাতালে থাকার পর গত ২১ ফেব্রুয়ারি তিনি বাসায় ফেরেন। এর আগে গত বছরের ২৮ নভেম্বর চিকিৎসকরা তার লিভার সিরোসিসের কথা বলেছিলেন।

বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

আরও খবর

Sponsered content

Powered by