বাংলাদেশ

‘সুস্থ-স্বাভাবিক নয় এমন শিশুর ঘোষণায় রাজনৈতিক দল হতে পারে না’

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২১ , ১১:৩৩:০৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

জাতীয় পার্টিতে চলমান ‘গৃহবিবাদ’ নিয়ে অবশেষে মুখ খুলেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বুধবার (১৪ জুলাই) ‘নতুন জাতীয় পার্টির’ ঘোষণা করেন। এ সংগঠনে তিনি চাচা জিএম কাদেরকে বাদ দিয়ে রওশন এরশাদকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন।

হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ উদ্বোধন করেন জিএম কাদের।

অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘সুস্থ ও স্বাভাবিক নয় এমন এক শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না। একটি রাজনৈতিক দল গঠন করতে আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে।’

আরও খবর

Sponsered content

Powered by