রাজশাহী

সোনাতলায় দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের পাশে পুনাক

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১ , ৮:২৩:৩২ প্রিন্ট সংস্করণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ প্রতিদিন, দৈনিক উত্তরের দর্পণ, বাঙালি বার্তাসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের মাত্র একদিনের মধ্যেই ওই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়া’র সার্বিক ব্যবস্থাপনায় বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালুয়া পূর্বপাড়া গ্রামে সমিতিটির উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী ৮ টি পরিবারকে নগদ অর্থ, পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মির্জা।

দৃষ্টি প্রতিবন্ধীদের নগদ অর্থ, পোশাক ও খাদ্যসামগ্রী তুলে দেন ও বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের ডিআইজি’র সহধর্মিনী নূরজাহান আখতার হিরা, এ আইজি ক্রাইম (ওয়েস্ট) পুলিশ হেডকোয়ার্টার ও সভানেত্রী পুনাক বগুড়া সুনন্দা রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশীদ, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) তানভীর হাসান, পুনাক বগুড়ার ভারপ্রাপ্ত সভানেত্রী আখতার দ্বিল জাহান, সহ সভানেত্রী মাহমুদা খানম, সাধারণ সম্পাদক মঞ্জুরী ইসলাম, কোষাধ্যক্ষ রওশন আরা মুন্নী, সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন, ইন্সপেক্টর আব্দুল গফুর, সাব ইন্সপেক্টর ইয়ামিন আলী, বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন ও সহকারী শিক্ষক জিয়াউল হক।

আরও খবর

Sponsered content

Powered by