রাজধানী

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবন, ১৩ শিক্ষার্থীসহ আটক ২১

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২০ , ১২:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ

 

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবন করছে এমন অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীসহ মোট ২১ জনকে আটক করা হয়। আটকদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। এখন পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক হওয়া ২১ জনের মধ্যে ৮ জন সরকারি-বেসরকারি চাকরিজীবী, ৫ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, ১ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমানে ব্যাংকে চাকরিজীবী।

এছাড়াও ২ জন বুয়েটের, ২ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, ১ জন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, ১ জন ঢাকা কলেজের এবং ১ জন সন্দেহভাজন।

আরও খবর

Sponsered content

Powered by