দেশজুড়ে

স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি. এর বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৪ , ৮:৫১:৪০ প্রিন্ট সংস্করণ

আজ কক্সবাজারে অনুষ্ঠিত হলো দেশের শীর্ষ ঔষধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি. এর “বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২৩”। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সম্মেলন শুরু হয়।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থপনা পরিচালক জনাব তপন চৌধুরী যেখানে ২০২৩ সালে সাফল্য অর্জনের জন্য তিনি প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান। পাশাপাশি ২০২৪ সালে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন। সম্মেলনে ২০২৩ সালের সার্বিক সাফল্য এবং ২০২৪ সালের সামগ্রিক কর্মপরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা আলোচনা করা হয়।
পরিশেষে ২০২৩ সালের সেরা সাফল্য অর্জনকারীদের পুরষ্কৃত করা হয়। প্রথমবারের মতো পরিবারের সদস্যদের উপস্থিতিতে সেরা সাফল্য অর্জনকারীরা পুরষ্কার গ্রহণ করেন যা তাদের জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল। সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিভিশনের পরিচালক জনাব মোহাম্মদ আতিকুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্কয়ার গ্রুপের চেয়ারম্যান জনাব স্যামুয়েল এস চৌধুরী। উপস্থিত ছিলেন জনাব কবির রেজা (এক্সিকিউটিভ ডিরেক্টর, একাউন্টস এবং ফিন্যান্স), জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম (এক্সিকিউটিভ ডিরেক্টর, ফিনান্স এবং স্ট্র্যাটেজি) সহ স্কয়ার ফার্মার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সারা দেশ থেকে স্কয়ার ফার্মার মেডিক্যাল প্রতিনিধিগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by