দেশজুড়ে

স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ৩:৫৪:০৭ প্রিন্ট সংস্করণ

স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এ ব্যক্তিকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদন্ডও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৬ নভেম্বর রাত দেড়টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী সালমাকে ঘুমন্ত অবস্থায় মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে সালমার মুখ ঝলসে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন উঠে তাকে দ্রুত বেলকুচি হাসপাতালে নিয়ে যায়।

পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় ভিকটিম সালমার বাবা ছলেমন ফকির বাদী হয়ে বেলকুচি থানায় মামলা সাইফুল ইসলামকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামী সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content

Powered by