আন্তর্জাতিক

স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সরকার গঠনের নির্দেশনা ইমরান খানের

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:১৬:২৮ প্রিন্ট সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সরকার গঠনের নির্দেশনা ইমরান খানের

পিটিআইয়ের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সরকার গঠন করতে নেতাদের নির্দেশনা দিয়েছেন ইমরান খান। শনিবার ইমরানের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

পিটিআইয়ের আইনজীবী উমাইর খান নিয়াজি জানান, দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফেডারেল সরকার গঠন করবে। তাই ইমরান খান দুই প্রদেশ ও কেন্দ্রে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নিয়াজি বলেন,  ইমরান খান পিএমএল নেতা নওয়াজ শরিফকে জোট সরকার গঠন করতে না দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ ‘অতীতে এই পরীক্ষাটি কাজ করেনি।’

তিনি জানান, ইমরান খান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান এবং দেশের ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে প্রস্তুত। কারচুপির মাধ্যমে পরাজিত পিটিআই-এর প্রার্থীদেরকে নির্বাচনী কারচুপির প্রতিবাদে রোববার তাদের নির্বাচনী এলাকায় রাস্তায় নামার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by