বরিশাল

স্বামী কর্তৃক স্কুল শিক্ষিকাকে নির্যাতন প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৬:৪২:০৪ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : লতিফ মিউনিসিপ্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহেরীন সুলতানা দুলারি এর উপর অমানবিক নির্যাতন ও সুষ্ঠ বিচারের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা মহিলা পরিষদ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। রজলা মহিলা পরিষদের সভাপতি দিপালী রানি রায়, সাধারণ সম্পাদক শিরীন নাহার, জেলা সাংগঠনিক সম্পাদক শাহানা আখতার মুক্তা, জেলা কার্যকরী সদস্য তাহের আলী রুমা, লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা বেগম প্রমুখ। উল্লেখ্য, গত ১২ অক্টোবর চরপাড়াস্থ ভাড়াটিয়া বাসায় লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহেরীন সুলতানা দুলারি এর উপর অমানবিক নির্যাতন চালায় স্বামী মো. রফিকুল ইসলাম জুয়েল। এঘটনায় স্বামী রফিকুল ইসলাম জুয়েলকে আসামি করে আহতের মা জেবুন নাহার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় ১৮/২০ নং মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content

Powered by