চট্টগ্রাম

হাটহাজারীতে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ৪:৩০:১৯ প্রিন্ট সংস্করণ

হাটহাজারীতে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের হাটহাজারী-রাউজান মহাসড়কের হাটহাজারী পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব পাশের ৩৬ শতক নালিশ নাল জায়গায় নির্মিত ৪০টি দোকান ভেঙে ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করে মহাসড়কের কাজ শুরু করার অভিযোগে মানববন্ধন করেছেন জায়গার মালিকরা। শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

মানববন্ধনে অংশ নেয়া ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বলেন, গত কয়েকদিন ধরে হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব পাশের মহাসড়কের কাজ শুরু করে সড়ক বিভাগ। জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করে কাজ শুরু করায় এলাকার ফোঁসে ওঠে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। তারা সড়কের কাজ বন্ধ করে দিয়ে ক্ষতিপূরণের টাকা পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পরিবারগুলোর দাবি, “আমরা ঠিকাদার ও সড়ক বিভাগকে বার বার বাধা দিলে তারা বাধা উপেক্ষা করে আমাদেরকে মারধর ও পেলোটার এবং স্কেবেটর দিয়ে মাটি চাপায় মেরে ফেলার হুমকি দেয়। তাই আমরা বাধ্য হয়ে গত ২ নভেম্বর ৩ জনের নাম উল্লেখ করে হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এছাড়াও গত ২২ অক্টোবর চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর ভুমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি“।

Powered by