দেশজুড়ে

হাটহাজারীতে নিহত রুমন ছিলেন ১০ম শ্রেণীর ছাত্র

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২১ , ৮:২৭:১৫ প্রিন্ট সংস্করণ

হাটহাজারীতে নিহত চারজনের একজন ছিলেন ওয়াহিদুল ইসলাম রুমান (১৭)। তিনি দশম শ্রেণীর ছাত্র ছিলেন। শুক্রবার মোদিবিরোধী আন্দোলনের সময় তিনি নিহত হন।

হাটহাজারীতে মোদিবিরোধী আন্দোলনের সময় নিহত ওয়াহিদুল ইসলাম রুমান ছিলেন রাউজান সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। পারিবারিক অভাব অনটন ও করোনাকালীন ক্লাস না থাকায় তিনি লেখাপড়ার পাশাপাশি টেইলারকর্মী হিসেবে হাটহাজারীতে কর্মরত ছিল। তিনি রাউজান পৌরসভার বেরুলিয়া গ্রামের সৈয়দুল হকের ছেলে।

দু’ভাই চার বোনের মধ্যে রুমান ছিল সবার ছোট। নিহত রুমানের বড় বোন বলেন, আমার ভাই কোনো আন্দোলনকারী ছিল না, মিছিলেও ছিল না। মিছিলের সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় সে গুলিবিদ্ধ হয়।

আরও খবর

Sponsered content

Powered by