আন্তর্জাতিক

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধানের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৩ , ৫:৫৩:৪৪ প্রিন্ট সংস্করণ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধানের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ

বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের প্রধান (প্রেসিডেন্ট) ডক্টর ক্লাউডিন গে-এর বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ ওঠেছে।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ক্লাউডিন গে চৌর্যবৃত্তির আশ্রয় নিয়েছেন— এমন অভিযোগ গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। এখন তার বিরুদ্ধে আরও দুটি স্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। বলা হচ্ছে, তিনি অন্য স্কলারদের লেখা নিলেও, সেগুলোর ক্রেডিট দেননি।

যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ কংগ্রেসের একটি কমিটি ডক্টর ক্লাউডিন গে-এর বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখছে। এই কমিটি গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ে একটি চিঠি পাঠিয়ে এ সংক্রান্ত সব ডকুমেন্ট চেয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ১৯৯৭ সালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন ডক্টর ক্লাউডিন গে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই গবেষণায় তারা ‘যথাযথ বিশ্লেষণ ছাড়া সদৃশ ভাষার’ দুটি উদাহরণ পেয়েছে।’

তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ‘ডক্টর ক্লাউডিন তার প্রবন্ধটি আপডেট করবেন এবং উদ্ধৃতিতে যে অপর্যাপ্ততা রয়েছে সেটি ঠিক করবেন।’

ডক্টর ক্লাউডিনের বিরুদ্ধে কংগ্রেসের যে কমিটি তদন্ত করছে সেটির নেতৃত্বে রয়েছেন রিপাবলিকান পার্টির ভার্জিনিয়া ফক্স। তিনি জানিয়েছেন, শিক্ষার্থী ও স্টাফরাও এ ধরনের কিছুর সঙ্গে জড়িত কিনা সেটি দেখা হবে।

হার্ভার্ড যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে সরকারের কাছ থেকে প্রতি বছর কয়েকশ মিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে এটি। বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ৫০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

আরও খবর

Sponsered content

Powered by