রাজশাহী

ধামইরহাটে ৫ হাজার মাস্ক বিতরণ

  প্রতিনিধি ৬ জুন ২০২১ , ৮:৪২:৪৫ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট পৌরসভা’ এলাকায় উপজেলার সর্ববৃহৎ হাট ‘রবিবার’ হাটে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। ধামইরহাট উপজেলা সীমান্তবর্তী হওয়ায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন সেই সাথে হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সুরক্ষার্থে প্রত্যেককে মাস্ক প্রদান করেছে ধামইরহাট পৌরসভা কর্তৃপক্ষ।

প্যানেল মেয়র কাউন্সিলর মুক্তাদিরুল হক জানান, ৬ জুন সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত পৌর মেয়র আমিনুর রহমানের নির্দেশনায় প্যানেল মেয়র মুক্তাদিরুল হকসহ তার সহকর্মী কাউন্সিলর আমজাদ হোসেন, আলতাব হোসেন ও মাহবুব আলম বাপ্পী হাটের ৩টি প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ৫ হাজার মাস্ক বিতরণ করেন। মঙ্গলকোঠা সড়কে কাউন্সিলর আমজাদ হোসেন, পোস্ট অফিস সড়কে কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী ও হাটখোলা সড়কে কাউন্সিলর আলতাব হোসেন মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন ও প্যানেল মেয়রকে সহযোগিতা করেন। এ সময় প্রতিটি গরু ব্যবসায়ী, হাটে আগত বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রেতাদের মাস্ক দিয়ে তার নিয়মিত পড়ার অনুরোধ জানান।

 

আরও খবর

Sponsered content

Powered by