দেশজুড়ে

২০ হাজার চারা বিতরণ করেছে লুৎফর রহমান ফাউন্ডেশন

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ৭:১৪:০৩ প্রিন্ট সংস্করণ

২০ হাজার চারা বিতরণ করছে লুৎফর রহমান ফাউন্ডেশন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি দপ্তরে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।


শনিবার (৫ আগস্ট) বিজয়নগর লুৎফর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী সার্বিক তত্ত্বাবধানে ২০ হাজার চারা গাছ বিতরণ করা হয়। চারা গাছ বিতরণ উপলক্ষে বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চারা গাছ বিতরণ কার্যক্রম উদ্বোধক করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, থানাঅফিসার ইনচার্জ (ওসি) রাজু আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মাছুম, উপজেলা কৃষি অফিসার মো: সাব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোঃ দবির আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের নিকট চারা গাছ বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by