ঢাকা

আড়াইহাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিয়ম সভা

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ৭:৫৩:৪২ প্রিন্ট সংস্করণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার বেলা ১১টায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আড়াইহাজার থানার চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (গ-সার্কেল) মাহিন ফরাজী, আড়াইহাজার থানার ওসি তদন্ত শওকত, গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আজহার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমান উল্লাহ আমান, খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল হক, কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন প্রমুখ। এ সময় সহকারি পুলিশ সুপার মাহিন ফরাজী বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এলাকায় কোনো প্রকার শো-ডাউন করা যাবে না। এতে আইনশৃঙ্খলা বিঘির্œত হওয়ার সম্ভবনা থাকে। এলাকায় কোনো পক্ষ বা ব্যক্তি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার মতো কোনো কাজের সাথে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

Powered by