বাংলাদেশ

২১ জুন পর্যন্ত বাংলাদেশিরা ইতালি যেতে পারবেন না

  প্রতিনিধি ৩১ মে ২০২১ , ৪:১৫:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। ২১ জুন পর্যন্ত এই তিন দেশ থেকে কেউ ইতালি প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

রোববার (৩০ মে) এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার বাড়ানোর কথা জানায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার মুখপাত্র।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ভারতীয় ধরনে উদ্বিগ্ন ইতালি। তাই পূর্বসতর্কতার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

করোনার ভারতীয় ধরন মোকাবিলায় গত এপ্রিলের শেষে এসে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এটি কার্যকর ছিল গতকাল রোববার পর্যন্ত। ওইদিনই আবার এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেয় দেশটি।

আরও খবর

Sponsered content

Powered by