আন্তর্জাতিক

২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

  প্রতিনিধি ২ জুন ২০২২ , ৬:৪৯:০৮ প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্কঃ

ইয়াবাদে অভিযান চালানোর সময় ১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ছবি: রয়টার্স  দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুটি স্থানে অভিযান চালানোর সময় ওই দুজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার বেথেলহেমের ধীশেহ এবং জেনিনের ইয়াবাদ গ্রামে পৃথক অভিযানে তাঁদের হত্যা করে ইসরায়েলি বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ধীশেহ গ্রামে নিহত ব্যক্তির নাম আয়মান মাহমুদ (২৯)। বৃহস্পতিবার ভোররাতে বেথেলহেমের ধীশেহ শরণার্থীশিবিরে অভিযান চালানোর সময় তাঁকে হত্যা করে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

৩ সন্তানের জনক আয়মান মাহমুদ এর আগে প্রায় ৩ বছর ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন। তাঁকে বিগত ২৪ ঘণ্টায় পশ্চিম তীরে ৩ জনকে হত্যা করেছে।

এদিকে, ইয়াবাদ নামক একটি গ্রামে ২৪ বছর বয়সী এক তরুণকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিলাল আওয়াদ কাবাহা নামে ওই তরুণকে গত বুধবার অভিযান চালানোর সময় হত্যা করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিলালের মৃত্যুর বিষটি নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গুলি চালালে গুরুতর আহত অবস্থায় বিলালকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও খবর

Sponsered content

Powered by