প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ৬:০৬:৪৪ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থান থেকে এক রাতেই ৯টি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ মে) সকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জান্নাতুন নুর মসজিদের কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর চাউর হয়। এর আগে, গতকাল রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, খনন করা কবরগুলো থেকে মৃত ব্যক্তিদের কঙ্কালের আংশিক বা সম্পূর্ণ অংশ একশ্রেণির কবিরাজ, জাদু-টোনা ও কুফরি করার জন্য চুরি করে নিয়ে গেছে।
কবরস্থানের সহকারী কোষাধ্যক্ষ মো. শহিদুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি কবর খোঁড়া দেখতে পাই। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, বেশ কয়েকটি কবর থেকে কিছু অংশ খোয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি।