দেশজুড়ে

প্রখ্যাত চিকিৎসক ও টিভি ব্যাক্তিত্ব ইকবাল হাসান মাহমুদের আজ জন্মদিন

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ১২:৪৯:৫৭ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার 
প্রখ্যাত চিকিৎসক ও টিভি ব্যাক্তিত্ব ইকবাল হাসান মাহমুদের আজ জন্মদিন। ১৯৫৫ সালের ২৩ অক্টোবর এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
বিভিন্ন জাতীয় দৈনিকের স্বাস্থ্য পাতার কলাম লেখক এবং দেশের বেশকিছু টিভি চ্যানেলের টকশোতে অংশগ্রহণ করে স্বাস্থ্যবিষয়ক মূল্যবান তথ্য দিয়ে আসছেন ডাঃ ইকবাল হাসান মাহমুদ।

বাংলা একাডেমির আজীবন সদস্য ডাঃ ইকবাল হাসান মাহমুদ বাংলাভাষায় এ পর্যন্ত ১৬ টি চিকিৎসাবিষয়ক বই লিখেছেন । করোনা মহামারীকালে তিনি বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করে করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করেন। পাশাপাশি বহুসংখ্যক রোগীর আরোগ্য লাভে চিকিৎসা দেন। 

১৯৭১ সালের ১ মার্চ তিনিই রাজধানীর মহাখালীর জিন্নাহ কলেজের নাম পরিবর্তন করে “তিতুমীর কলেজ” নামকরণ করেন। তিনি জাতীয় যৌতুক প্রতিরোধ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ডাঃ ইকবাল বাংলাদেশ সরকারের সামাজিক সমস্যা চিহিৃতকরণ এবং সুপারিশ কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস লন্ডন, আয়ারল্যান্ড এবং এডিনবার্ড থেকে এফআরসিপি ডিগ্রি লাভ করেন। ২০০৯ সালে চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ “ডক্টর অব সায়েন্স” এবং হিপোক্রেটিস স্বর্ণপদক অর্জন করেন। এছাড়াও বাচসাস পদক, অতিশ দিপঙ্কর স্বর্ণপদকসহ বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক পদক ও সম্মাননায় ভূষিত হন। ডাঃ ইকবাল ৪০ টি দেশে চিকিৎসা সংক্রান্ত সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেছেন।

আরও খবর

Sponsered content