চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় জন্মনিবন্ধনে আদি পুরুষের তথ্য খুঁজতে হয়রান পৌরবাসী

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৩:৪১:২৯ প্রিন্ট সংস্করণ

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর জন্মনিবন্ধন করতে বাবা কিংবা মায়ের জন্মনিবন্ধনে প্রয়োজন পড়ছে তাঁদের বাবা-মায়ের জন্মনিবন্ধন। এর ফলে বছরের শুরুতে শিশুদের স্কুলে ভর্তি করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এসব ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। সন্তানের জন্মনিবন্ধনে দাদা-দাদীর জন্মনিবন্ধনের কাগজের প্রয়োজন পড়ছে। দাদা-দাদীর জন্মনিবন্ধনের কাগজ না থাকায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। এ অবস্থায় পৌরবাসীকে তাদের ‘আদি’ পুরুষের জন্মনিবন্ধন নিয়ে বেগ পেতে হচ্ছে ব্রাক্ষণবাড়িয়া পৌরবাসীকে।

 

জন্মনিবন্ধনের প্রয়োজনে লাগবে বাড়ির পৌর কর পরিশোধের রশিদ, ভাড়াটিয়া হলে মালিকের। লাগবে শিশুর জন্মের নিশ্চয়তার জন্য প্রয়োজন চিকিৎসকের সনদ। এরপর রয়েছে নানা ধরনের প্রক্রিয়া। এসব প্রক্রিয়া শেষে শিশুর জন্মনিবন্ধন পেতে লেগে যাচ্ছে দিনের পর দিন। স্কুলে ভর্তির জন্য প্রস্তুত শিশুদের অভিভাবকদের ভোগান্তির চরম শিখরে পৌঁছে গেছে। কোনো কারণে নামের ভুল হলে ভোগান্তি যেন আরো চরমে। সংশোধনের কোনো নিয়ম জানা নেই বলে জানিয়ে দেয়া হচ্ছে উপকারভোগীদের।

জন্ম নিবন্ধন করতে আসা ৫ নং ওয়ার্ডের ভাড়াটিয়া সেলিম মিয়া বলেন, বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য পৌরসভায় জন্মনিববন্ধন সনদ নিতে এসেছি। জন্মনিবন্ধন ছাড়া স্কুলে ভর্তি করা যায় না। কিন্তু পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের লোকেরা জন্মনিবন্ধন সনদের জন্য ভোটার আইডি কার্ডের ফটোকপি ছাড়াও আমার জন্মনিবন্ধন সনদ ও পৌরকরের কাগজপত্র জমা দিতে বলেছেন। আমাদের কাছে পৌরকরের কাগজপত্র নেই। তাই বাচ্চার জন্মনিবন্ধন করাতে পারছি না।’

অভিভাবক আলেয়া বেগম বলেন, ‘বাচ্চার জন্মনিবন্ধন সনদ পেতে যদি ভোটার আইডি কার্ডের ফটোকপির পাশাপাশি আমাদেরও জন্মনিবন্ধন সনদ দিতে হয় তাহলে কিভাবে দেবো? ‘আমাদেরতো ভোটার আইডি আছে, তাহলে এখন আবার আমাদের জন্মনিবন্ধন সনদ কেন?’

পৌরসভার ওয়ার্ড কাউন্সিলররা বলছেন, ‘আগে অভিভাবকদের জন্মনিবন্ধন ছিল। পরে জাতীয় পরিচয়পত্র করার পর জন্মনিবন্ধনের কোনো প্রয়োজন নেই। এখন নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি অভিভাবকদেরও জন্মসনদ দিতে হয়। এই সমস্যায় প্রতিদিন মানুষ হয়রানির শিকার হচ্ছে। এ কারণে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে ভর্তি করাতে পারছেন না।

জন্মনিবন্ধনের দায়িত্বে থাকা পৌরসভার স্যানিটারি ইন্সúেক্টর রেজাউল করিম বলেন, ‘নতুন নিয়মে জন্মনিবন্ধন সনদ তৈরি করতে গিয়ে আমাদেরও সমস্যায় পড়তে হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র না দিলে জন্মনিবন্ধন ফরম পূরণ করা যাচ্ছে না।’

পৌরবাসীর এমন ভোগান্তির কথা স্বীকার করে পৌর মেয়র মিসেস নায়ার কবির সাংবাদিকদের জানান, ‘সরকার আইন করেছে। কাগজপত্রের কমতি থাকায় অনেকেই নতুন নিয়মে জন্মনিবন্ধন করতে পারছেন না। বিশেষ করে স্কুলে ভর্তির জন্য শিশুদের জন্মনিবন্ধন করতে আসা অভিভাবকেরা সমস্যায় পড়ছেন। আমাদের কিছু করার নেই। সরকার যদি নিয়মটা সহজ করে দেন তাহলে ভালো হয়।

আরও খবর

Sponsered content

Powered by