রংপুর

ডিমলায় তিন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

  প্রতিনিধি ১০ জুন ২০২১ , ৮:০৪:১২ প্রিন্ট সংস্করণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার তিন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রকল্পগুলো হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩৩ লাখ ৯৯ হাজার ৯৩৯ টাকা ব্যয়ে নব নির্মিত ডিমলা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের উদ্বোধন ও উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৫ কোটি ৯২ লাখ ৩ হাজার ৪৯৩ টাকা ব্যয়ে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ এবং ৪৮ লাখ ৭০ হাজার ৫৯১ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের মুল প্রবেশ গেট ও সীমানা প্রাচীর নির্মাণ।

এই তিন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, নীলফামারী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম, যুবলীগের আহ্বায়ক শৈলেন চন্দ্র রায়, ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার, ১০ ইউপি চেয়ারম্যান ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by