রংপুর

উলিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আটক

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৪ , ৪:১৩:৪৫ প্রিন্ট সংস্করণ

উলিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আটক

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহম্পতিবার (২৬ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমান রহমান লালন (৩০) কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। ওই মামলায় বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ধামশ্রেনী ইউনিয়নের খেয়ারঘাট এলাকা থেকে সিদ্দিকুর রহমান লালনকে আটক করা হয়।

আটককৃত লালন ধামশ্রেনী ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ওই ইউনিয়নের ভদ্রপাড়া এলাকার নুরুল হক মেম্বারের ছেলে বলে জানা গেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে।

আরও খবর

Sponsered content