দেশজুড়ে

উদ্বোধনের অপেক্ষায় সীতাকুন্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

  প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৮:৪২:১৫ প্রিন্ট সংস্করণ

উদ্বোধনের অপেক্ষায় সীতাকুন্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:উদ্বোধনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে সীতাকুন্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। নবনির্মিত ভবনটি উদ্বোধনের মাধ্যমে ৪৮ বছর পরে এই উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তানরা নিজস্ব ভবনে বসার জায়গা পাবে। ২০১০ সালে গৃহীত জেলা পর্যায়ে ৪১টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যমাত্রা প্রকল্প ৬৪ জেলা পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় সরকার। পরবর্তীতে দেশের সব উপজেলা পর্যায়েও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে সীতাকুন্ড সদরে ১ হাজার ৪৪৫ বর্গফুট আয়তনের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ ২০১৭ সালের জানুয়ারি মাসে শুরু হয়। তিনতলা বিশিষ্ট এ ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯১ লাখ টাকা। এ ভবনে থাকবে মুক্তিযোদ্ধাদের অফিস, কমিউনিটি সেন্টার কাম দোকান, লাইব্রেরি। এ ভবনের নির্মাণকাজ ইতিমধ্যে প্রায় শেষ হয়েছে মুক্তিযোদ্ধাদের দুর্ভোগ লাঘবে ‘জায়গা প্রাপ্তি সাপেক্ষে’ প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে বর্তমান সরকার। এই ধারাবাহিকতায় সীতাকুন্ড উপজেলায় একটি আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের বরাদ্ধ হয়। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান জানিয়ে চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী সীতাকুন্ড সদরেই মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে। যেখানে মুক্তিযোদ্ধারা যাবতীয় কর্মকান্ড করতে পারবেন। এবিষয়ে উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন,‘বিলম্ব হলেও কমপ্লেক্সটির নির্মান কাজ প্রায় শেষের পথে। শীঘ্রই মুক্তিযোদ্ধাদের কমপ্লেটি বুঝিয়ে দেওয়া হবে। বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুল জানান, মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের প্রাণের দাবী স্থায়ী মুক্তিযোদ্ধা ভবন। আজকের স্বাধীন বাংলাদেশের জন্য দীর্ঘ ৯ মাস আমরা যুদ্ধ করেছি। স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে গেলেও আমাদের বসার জন্য কোন আধুনিক ভবন এই উপজেলায় ছিলোনা। বর্তমান সরকারের উদ্যোগে আমাদের সেই প্রানের দাবি পূরণ হতে চলেছে। মুক্তিযোদ্ধা জহির উদ্দিন ফারুক জানান, কমপ্লেক্সটি নিমার্ণে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো. আলীম উল্ল্যাহ ভূঁইয়া। নির্মানাধীন অবস্থায় কমান্ডার আলীম উল্ল্যার মৃত্যু হয়। তিনি দেখে যেতে পারেননি। বর্তমান করোনাকালীন দুঃসময়ে উদ্বোধন বিলম্বিত হলেও শীঘ্রই কমপ্লেক্সটি মুক্তিযোদ্ধাদের আলোর মুখ দেখাবে।

আরও খবর

Sponsered content

Powered by