বরিশাল

ঝালকাঠিতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল যুবলীগ

  প্রতিনিধি ২ মে ২০২১ , ৭:৩৬:৩৬ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলা যুবলীগের উদ্যোগে অসহায় এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। শনিবার এবং রবিবার দুই দিনব্যাপী সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগলপাশা গ্রামের কৃষক সাইফুল তালুকদারের দুই বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়।

জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকিরের নেতৃত্বে যুবলীগের অর্ধশত নেতা-কর্মী ধান কাটায় অংশ নেয়।

কৃষক সাইফুল তালুকদার বলেন,‘ দুই দিন প‚র্বে আমার জমির ধান পাকে। করোনার কারনে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছিল না এমন সময় জেলা যুবলীগের নেতা-কর্মীরা আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির বলেন,‘ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য আমির হোসেন আমু, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খানের নির্দেশে আমার ঝালকাঠি জেলা যুবলীগ কৃষক সাইফুল তালুকদারের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছি। মানবিক সকল কাজে যুবলীব পাশে আছে।