বাংলাদেশ

প্রস্তুত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৩ , ৮:০৪:৫৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

আগামীকাল রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে। ধোয়ামোছা আর রঙতুলির ছোঁয়ায় অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে স্মৃতিসৌধ ঘিরে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্মৃতিসৌধ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর একে একে মন্ত্রিপরিষদ সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষে শ্রদ্ধা জানাবেন।

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর গার্ড অব অনার দেওয়া হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

মাসব্যাপী চলা পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান শুক্রবার জানান, ২৬ মার্চ উদযাপনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এরই মধ্যে স্বাধীনতা দিবস ঘিরে স্মৃতিসৌধের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্মৃতিসৌধের ধোয়ামোছা ও রঙতুলির কাজও শেষ হয়েছে। বিভিন্ন ফুলের গাছ সাজানোসহ স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিকতার ছোঁয়ায়। দিবসটি উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ।

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, এদিন ভোরে রাস্তার দুপাশে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীসহ নেতাদের স্বাগত জানাবেন।

২৬ মার্চ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ এর আশপাশে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।

তিনি বলেন, স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং পুলিশ ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবেন।

আরও খবর

Sponsered content

Powered by