আইন-আদালত

প্রথম আলো সম্পাদকসহ ১০ আসামির বিরুদ্ধে আদেশ ১২ নভেম্বর

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২০ , ১২:০৭:২৫ প্রিন্ট সংস্করণ

কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পর্শ হয়ে রেসিডেন্সিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১২ নভেম্বর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আদেশ দেওয়ার কথা থাকলেও নতুন করে ১২ নভেম্বর আদেশের দিন ধার্য করা হয়েছে। ১০ আসামির উপস্থিতিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ অভিযোগ গঠনের বিষয়ে আদেশ  দেবেন।

আয়োজকদের অবহেলায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে আবরারের মৃত্যু হয়েছে- এমন যুক্তিতে শুনানি করে বাদীপক্ষের আইনজীবী আদালতে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছেন। অন্যদিকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ৮ জনকে মামলা হতে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেছেন প্রথম আলোর আইনজীবী।

গত ১ অক্টোবর আদালত মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন। ২০১৯ সালের ১ নভেম্বর কিশোর আলোর বর্ষপূতির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণীর ছাত্র আবরার। ৬ নভেম্বর আবরারের বাবা মুজিবুর রহমান আদালতে আয়োজকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মামলা করেন।

চলতি বছরের ১৬ জানুয়ারি আদালতে প্রথম আলো সম্পাদকসহ ১০ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয় পুলিশ। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়।

আরও খবর

Sponsered content

Powered by