বাংলাদেশ

৪৫ রেড জোনের তালিকা হালনাগাদ হচ্ছে

  প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৮:২৫:২২ প্রিন্ট সংস্করণ

রাজধানীতে ঘোষিত ৪৫টি ‘রেড জোনের’ তালিকা হালনাগাদ করা হচ্ছে। নতুন করে চিহ্নিত এলাকার তালিকা পেতে সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার।

শনিবার মোবাইল ফোনে দেশের একটি বেসরকারি টেলিভিশনে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক বলেন, ‘রাজধানীর ৪৫ জায়গায় যে রেড জোনটা করা হয়েছিলো এটা অনেক আগের। এটাকে এখন হালনাগাদ করতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘যে এলাকাগুলো প্রথমদিকে চিহ্নিতকরণ করা হয়েছিলো সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন করা হবে। নতুন গাইডলাইনে তালিকা পেতে আরো অন্তত দুই সপ্তাহ লাগতে পারে।’

গত ১৪ জুন রাজধানীতে ৪৫ এলাকা চিহ্নিত করে তালিকা দিয়েছিলো জাতীয় টেকনিক্যাল কমিটি। আর এটি বাস্তবায়নে থাকবে সিটি করপোরেশন। কিন্তু আক্রান্তের অবস্থান ধরে সুনির্দিষ্ট ম্যাপ চেয়েছে দুই মেয়র। অন্যদিকে প্রায় দুই সপ্তাহ হয়ে যাচ্ছে তবুও তৈরি হয়নি সেই ম্যাপ। শেষে ওই ম্যাপিং ছেড়ে রেড জোনের নতুন গাইডলাইন আর তালিকা হালনাগাদের ঘোষণা দিলো স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে বিধি নিষেধেও আসছে বড়সর পরিবর্তন। সূত্র: চ্যানেল২৪

আরও খবর

Sponsered content

Powered by