প্রতিনিধি ১০ অক্টোবর ২০২০ , ৩:১০:৪৭ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ের আটোয়ারীতে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখাতি ( সৌলাপাড়া) গ্রামে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন। সেখানে দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরীর বিয়ের আয়োজন করায় কনের পিতা মকবুল হোসেনকে এক হাজার টাকা জরিমানা এবং বাল্যবিয়ে পরিচালনা ও সহযোগিতার দায়ে মির্জাপুর ইউনিয়নের কাজী মো. খোরশিদ আলম সিদ্দিককে পঞ্চাশ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান।