প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২২ , ৫:৪৯:৪৩ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ভেন্টিলেশন সাপোর্টে আছেন। রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল মঙ্গলবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে বসুন্ধরা আবাসিক এলাকা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মাহবুব হোসেনকে। তাকে অক্সিজেন নেয়ার জন্য ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে। পরিবার ও দলের পক্ষ থেকে খন্দকারপ মাহবুবের আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।