প্রতিনিধি ১০ আগস্ট ২০২৩ , ৬:১২:২৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের সন্দ্বীপে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অপরাধে আবু তাহের প্রকাশ শিপনকে (২৮) নামের এক মাদরাসার শিক্ষককে
যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।
কারাদন্ড প্রাপ্ত আসামি শিপন সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বক্তা সেরাং এর বাড়ির মৃত আবুল কালাম প্রকাশ ফখরের ছেলে। মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৯ জুন সন্ধসঢ়;দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এর নূরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী (৭) পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে সকাল সাড়ে দশটার দিকে বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। সেদিন বড় ভাই গাড়ি নিয়ে দূরবর্তী এলাকায় যাওয়ায় মাদরাসায় যেতে পারেনি।
মাদরাসার বারান্দায় ভাইয়ের জন্য অপেক্ষায় থাকা অবস্থায় মাদরাসা শিক্ষক তাহের ছাত্রীকে অফিস রুমে ডাকেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন। পরে অসুস্থ অবস্থায় ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা
দেওয়া হয়।
এ ঘটনায় ১৩ জুন সন্দ্বীপ থানায় ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ২০ এপ্রিল আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন বিচারক। ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিকো বড়ুয়া বলেন, প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযোগ প্রমানিত হওয়ায় মাদরাসার শিক্ষক আবু তাহের প্রকাশ শিপনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০
হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।