প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:৩০:০৬ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেলসড়কের ৫ নম্বর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল ইসলাম শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুরের বেপারীর কান্দি গ্রামের মো.জাহাঙ্গীর মোল্লার ছেলে। সে একই এলাকার স্থানীয় ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাহমুদুল ইসলামসহ কয়েকজন শিশু একসঙ্গে মাদ্রাসা থেকে বের হয়। অন্যপ্রান্তে যাওয়ার জন্য রেল লাইন পার হতে গেলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।