আবহাওয়া

ঢাকার তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২০ , ১১:৪১:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ঢাকায় রোববার (৮ নভেম্বর) বাড়তে পারে তাপমাত্রা। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া স্বাভাবিক থাকায় দেশের নদনদীর অবস্থা স্থিতিশীল রয়েছে।