প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২০ , ৪:০৬:১০ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে করোনা ভাইরাসের কারনে অসহায় দুস্থ্য ও কর্মহীন মানুষের মধ্যে বিনামূল্যে সব্জি বিতরন করছে জেলা ছাত্রলীগ। গত কয়েকদিন ধরে জেলা ছাত্রলীগের উদ্যোগে এসব শ্রেনীর লোকদের মাঝে খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী বিতরন সহ কৃষকের ধান কেটে দেয়া হচ্ছে।
ছাত্রলীগের এসব কর্মকান্ডের সাথে আজ সোমবার এর সাথে যোগ হয়েছে বিনা মূল্যে সবজি বিতরন কার্যক্রম। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড থেকে শুরু করে শহরের প্রধান প্রধান পয়েন্টে তাদের এ কার্যক্রম চলে।
এ সময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিরুজ্জামান অনিক জানায়, বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় ও দুস্থ্যদের পাশে দাড়াতে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে তাদের বিনামূল্যে সবজি বিতরণ কার্যক্রম শুরু হলো পুরো রমজান মাস ধরে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।