বরিশাল

বরগুনায় মামলা দিয়ে একটি অসহায়  পরিবারকে হয়রানীর অভিযোগ

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ২:০৩:৫৫ প্রিন্ট সংস্করণ

বরগুনা সংবাদদাতা:
বরগুনা সদর উপজেলার ৮নং সদর ইউনিয়নের পশ্চিম হেউলিবুনিয়া গ্রামের জাফর হাওলাদার  এর পরিবারকে ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে গ্রেফতার করিয়ে জেল হাজতে পাঠিয়েছে একই বংশের প্রতিপক্ষ  ইউনুচ হাওলাদার, আজিজ, মোশারফ , রেহেনা, স্বর্না বেগম ।
স্থানীয়রা জানায় এদের মধ্যে জমির আইল সিমানা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল  সেই বিরোধের জেরধরে গতকাল রাত অনুমান ১০টায় অভিযুক্তরা ওৎ পাতিয়া থাকিয়া আবুলের স্ত্রী বাহারুন নেছাকে নাটক করে মারপিঠের ঘটনা দেখিয়ে তার স্বামী  আবুল হোসেন বাদী হয়ে ৫জনকে বিবাদী করে থানায় অভিযোগ করে ও বাহারুন নেছাকে হাসপাতালে ভর্তি করায়। ঐ মিথ্যা  অভিযোগে পুলিশ জাফরকে  আটক করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায় ঘটনারদিন জাফরের সাথে পূর্ব  পরিকল্পিত ভাবে অহেতুক তর্কের সৃষ্টি করে ঐ মুহূর্তে জাফর বর্তমান  ইউপি সদস‍্য ফারুকে জানায় কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে জাফরকে আটক করে বরগুনা থানা পুলিশ। জাফরের মা মাজেদা বেগম ও স্ত্রী হনুফা এ প্রতিবেদকে জানায় এর আগেও জাফরকে মামলা দিয়ে হয়রানী করেছে। এখন আবার মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দিয়ে হয়রানি করছে আমরা এর সুষ্ট তদন্তের মাধ্যমে বিচার চাই।

আরও খবর

Sponsered content