প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২০ , ১২:০২:৩৪ প্রিন্ট সংস্করণ
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় ২০৪৮ পিস ইয়াবা, ২৬০ গ্রাম হেরোইন, ৭০০ গ্রাম ১৫ গাঁজা, ৪ ক্যান বিয়ার ও ৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।