ঢাকা

অতিরিক্ত যাত্রী বহনে ৪ লঞ্চের জরিমানা

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৮:০৮:৪৫ প্রিন্ট সংস্করণ

৪ লঞ্চকে জরিমানা

অতিরিক্ত যাত্রী বহনের জন্য শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চার লঞ্চ মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মাস্ক না পরায় সময়-দণ্ড হিসেবে দাঁড় করে রাখা হয় ২ যাত্রীকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ অভিযান পরিচালনাকারী মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। তার নেতৃত্বেই এদিন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ব্যস্ততম মাওলা ঘাটের শিমুলিয়া অংশে।

ঈদুল আজহা উপলক্ষে চলমান লকডাউন শিথিল করা হয়েছে উল্লেখ করে ড. রহিমা খাতুন বলেন, ঢাকা থেকে এই ঘাট দিয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সংক্রমণের ঝুঁকি কমাতে সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

4 launch fines 1৪ লঞ্চকে জরিমানা

উপজেলা প্রশাসন জানায়, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লঞ্চে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেয়া হয়েছে। সরকারের এ নির্দেশনা না মানায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আজ থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে প্রশাসন।

আরও খবর

Sponsered content

Powered by