চট্টগ্রাম

আইন-শৃঙ্খলা না মানলে নির্বাচন সুষ্ঠু করার লক্ষে প্রশাসন কঠোর ভূমিকা নিবে : হায়াত-উদ-দৌলা খাঁন

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২১ , ৯:১২:০৯ প্রিন্ট সংস্করণ

আলমগীর হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ ডিসেম্বর বুধবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এর সভাপতিত্ব ও উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান,সরাইল ২৫ বিজিবি কর্নেল ফেরদৌস কবির, র ্যব ১৪ কোম্পানি কমান্ড রাফি উদ্দিন জুবায়ের,আনসার ও ভিডিপি জেলা কমান্ড আব্দুল আল বাকী,জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান,বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মীর্জা মোহাম্মদ হাছান।

বক্তব্যে সবাই নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপক্ষ করতে সকল প্রার্থীদের আচরণবিধি মেনে নির্বাচনে অংশগ্রহণ করার আহবান জানান।অন্যত্র প্রশাসন নির্বাচন সুষ্ঠ ও নিরপক্ষ করতে কঠোর থেকে কঠোর হবার হুশিয়ারী প্রদান করেন।

এছাড়াও আরো উপস্থিত ছিল,এনএসআই এর উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান,অতিরিক্ত পুরিশ সুপার সদর সার্কেল মোঃ মোজ্জামেল হোসেন রেজা, বিজয়নগরের সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আফসার চায়মা,ডি আই (১) মোঃ ইমতিয়াজ আহামেদ,দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য,বিজিএফআই এর প্রতিনিধি, বিভিন্ন রিটার্নিং কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ,বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ৪র্থ দফার ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ৪৯৭ জন প্রার্থী লড়াই করবে। এদের মধ্যে ইউপি চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য পদে ২৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও খবর

Sponsered content

Powered by