দেশজুড়ে

আনোয়ারায় ধান কেটে বাড়িতে পৌঁচ্ছে দিচ্ছে ছাত্রলীগ

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৫:১৮:০১ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে ধান কাটার শ্রমিক না পেয়ে আতঙ্কের পড়া কৃষকদের সহায়তা করতেছে আনোয়ারা উপজেলা ১ নং বৈরাগ ইউনিয়নের স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। বুধবার (২২ এপ্রিল)আনোয়ারার ১ নং বৈরাগ ইউনিয়ন ছাত্রলীগ কর্মী নজরুল ইসলাম রনির নেতৃত্বে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে বৈরাগ ইউনিয়নের কলেজে অধ্যয়নরত ছাত্রলীগ কর্মীরা।

কৃষক নজির আহমেদ বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। সামনে কাল বৈশাখী ঝড় হতে পারে।মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন,কীভাবে ধান বাড়ি নেব। কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছিলেন। এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম।

এমন সময় বৈরাগ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী নজরুল ইসলাম রনি বললে, আমরা কোন টাকা পয়সা না নিয়ে আপনার ধান কেটে আপনার বাড়িতে পৌঁছে দিব। বৈরাগ ইউনিয়নের ছাত্রলীগ নেতা এবং বৈরাগ বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারন সম্পাদক নজরুল ইসলাম রনি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সাম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে বৈরাগ ইউনিয়নের কৃষক নজির আহমেদ এর ১০ গন্ডা ধান কেটে দিয়েছি। আমার সাথে কাজ করতেছে, বৈরাগ ইউনিয়নের ছাত্রলীগ সৈয়দ নুর, আবদুর রহমান,জাহেদুল ইসলাম,মোঃ ইদ্রিস প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by