শিক্ষা

আবরার হত্যা: বহিষ্কৃত বিটুকে ক্লাস করার সুযোগ দেওয়ায় মানববন্ধন

  প্রতিনিধি ২৭ মে ২০২১ , ১০:২৮:২৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুকে ক্লাস করার সুযোগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে বুয়েটের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বিটুর ক্লাসে অংশ নেওয়ার বিষয়ে আইনিপদক্ষেপ নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান জানান, আদালতের নির্দেশনা নিয়ে বিটু অনলাইন ক্লাসে অংশ নিচ্ছে। তারা আদালতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবেন।

তার রেজিস্ট্রেশন ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by