আন্তর্জাতিক

আল-শিফা হাসপাতালে এখনও চলছে ইসরায়েলি অভিযান

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ৬:৪৩:৪৮ প্রিন্ট সংস্করণ

আল-শিফা হাসপাতালে এখনও চলছে ইসরায়েলি অভিযান

গাজার আল-শিফা হাসপাতালে এখনও অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনি ভূখণ্ডটির সবচেয়ে বড় এ হাসপাতালে ছয়টি ট্যাংকসহ শতাধিক সেনা ঢুকে পড়ে। তাদের অনেকের মুখে মুখোশ পরা ছিল। তারা হাসপাতালের ভেতরে রোগীদের জিজ্ঞাসাবাদ এবং নির্যাতন করছে বলেও জানায় একজন প্রত্যক্ষদর্শী। খবর বিবিসির 

হাসপাতালটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা লুকিয়ে আছেন এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করছেন বলে আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছিল ইসরায়েল। তবে হামাস এই অভিযোগ সব সময়ই অস্বীকার করেছে। 

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আল-শিফা হাসপাতালের বিশেষ এলাকাগুলোয় তারা হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবারই আল–শিফা হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। এবারই প্রথম তারা সরাসরি হাসপাতালটির ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার পরপর হাসপাতালটিতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামাসকে লক্ষ্য করে সংক্ষিপ্ত অভিযান চালাচ্ছে তারা।

আরও খবর

Sponsered content

Powered by