দেশজুড়ে

সিলেটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা

  প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৫:১৮:২৪ প্রিন্ট সংস্করণ

সিলেটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা

সিলেট ব্যুরো : সিলেটের কানাইঘাট উপজেলায় রাতের আঁধারে সুরমা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ (নদীর পাড়)  কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের হস্তক্ষেপে বন্যার হাত থেকে রক্ষা পান এলাকার লোকজন।

রবিবার রাতে কানাইঘাট পৌরশহরের প্রায় তিন কিলোমিটার উজানে সুরমা নদীর পাড় কাটার এই ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে তদন্ত শুরু করেছে পুলিশ।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার জানান, রবিবার রাতে দুর্বৃত্তরা কানাইঘাট পৌরশহরের উজানে সুরমা নদীর ডান তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি কেটে দেয়। কিন্তু পানি বাঁধের কাটা অংশে থাকায় তাৎক্ষনিক জনপদে ঢুকেনি। রাতে পাহাড়ি ঢল নামলে বা ভারি বৃষ্টিপাত হলে ওই কাটা অংশ দিয়ে পানি ঢুকে কানাইঘাট পৌর এলাকা ডুবে যেত।

সোমবার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন মিলে নদীর বাঁধ মেরামত করেন। কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাটার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। এর সাথে কারা জড়িত ছিল তা চিহ্নিত করতে তদন্ত চলছে।

আরও খবর

Sponsered content

Powered by