ঢাকা

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ৮:৩২:০৪ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সন্ধ্যা ৭টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, বাসটি চন্দ্রা থেকে ছেড়ে এসে কবিরপুর বাস স্ট্যান্ডে দাঁড়ালে বাইরে থেকে এসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

প্রসঙ্গত, এর আগেও বাড়ইপাড়া ও জিরানী এলাকায় আরও দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

আরও খবর

Sponsered content

Powered by