ময়মনসিংহ

ইসলামপুরে জমি দখল করে রাস্তা বানানোর পায়তারা

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৩:৫৩:৫০ প্রিন্ট সংস্করণ

সাদ্দাম হোসেন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের ইসলামপুর গুঠাইলেপাহলোয়ান পরিবারের ফসলি জমি বেদখল করে রাস্তা বানানোর পায়তা রার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, গুঠাইল এলাকার ঐতিহ্যবাহী রোকন উদ-দৌলা পাহলোয়ান পরিবারের লোকজন কর্ম ব্যস্ততায় ঢাকায় অবস্থান করার সুযোগে এলাকাবাসীর একটি ভূমি দস্যু চক্র পাহলোয়ানের পরিবারের জমি বেদখল করার পায়তারা করছে। ব্যক্তিগত মালিকানাধীন জমিতে ভূমি দস্যুরা জোর পূর্বক রাস্তা নির্মাণের পায়তারাকরছে। রাস্তানা দেওয়ায় পাহলোয়ান পরিবারের জমি দখল করে রাস্তা বানিয়ে তাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে আরো জানা গেছে, গুঠাইল বাজারে দীর্ঘ দিন ধরে ভূমি দস্যু ও চোরাকারবারীদের রমরমা ব্যবসা চলছে। প্রথমে ভূমি দস্যুরা এক খন্ড জমি কেনার মাধ্যমে শুরু করে তাদের প্রতারণা। এরপর এক বিগা, দুই বিগা করে একর জমি গ্রাস করে নিচ্ছে এলাকার ভূমি দস্যুরা। গত কয়েকদিনধরে ওই ভূমি দস্যুরা সাহরিয়ার পাহলোয়ানের বাড়ীর পূর্ব পাশে আকন্দ পাড়া গুরুস্থান পর্যন্ত পাহলোয়ান পরিবারের ব্যক্তিগত সম্পত্তি বেদখলকরে স্থায়ী রাস্তা নির্মাণের পায়তারা করছে। ভোক্ত ভোগীদের অভিযোগ, অসংখ্য মানুষের ফসলি জমিতে জোর করে রাস্তাবা নিয়ে দখল করছে চোরা কারবারী ভূমিদস্যু নুন্দুশেখ, আব্বাসআলী ও মোশাররফ চক্র। সম্প্রতি করোনার সময় সরকারী চাল চুরির দায়ে এরা আটক হলেও জামিনে বের হয়ে এসে তাদের দখলের কবলে এলাকাবাসী। গুঠাইল বিখ্যাত পরিবারের মানুষও এদের কাছে অসহায় পড়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা প্রশাসনের নিকট ভূমিদস্যু চোরাকারবারীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by