বিনোদন

ঈদে দর্শক জনপ্রিয়তার শীর্ষে যেসব সিনেমা

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৩ , ৭:৫০:৪৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

গুনে গুনে মাত্র আট দিন হয়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বয়স। গত বৃহস্পতিবার ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সর্বমোট পাঁচটি সিনেমা। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও সিনেমাপ্রেমীরা ভিড় করেছে হলগুলোতে। যা নিভু নিভু চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য আশার আলো। দর্শকদের উপচেপড়া ভিড়ই বলে দিচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা সিনেমা।

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার তালিকায় আছে শাকিব খান ও ইধিকা পালের ‘প্রিয়তমা’, আফরান নিশো-তমা মির্জার ‘সুড়ঙ্গ’, মাহফুজ আহমেদ ও শবনম বুবলীর ‘প্রহেলিকা’, সাইমন সাদিক আর অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ এবং নিরব-বুবলীর ‘ক্যাসিনো’।

‘প্রিয়তমা’ সিনেমার দৃশ্য

এক ‘প্রিয়তমা’ এখনো পর্যন্ত মাতিয়ে রেখেছে দেশের সবগুলো সিনেমা হল। এটি দিয়ে গ্রামে বন্ধ থাকা অনেক হলই খুলেছে। শুধু তাই নয়, এটি দিয়ে দর্শকশূন্য হয়ে পড়া হলগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে।

‘প্রহেলিকা’ সিনেমার একটি দৃশ্য

ঈদের সিনেমাগুলো প্রসঙ্গে মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘এবার ঈদের ছবিগুলো দেখিয়ে দিলো, ভালো ছবি নির্মাণ হলে দর্শক হলে আসবেই। শাকিব খানের “প্রিয়তমা”র জন্য আমাদের শো সংখ্যা বাড়াতে হয়েছে। তারপরও আমরা দর্শকদের আসন দিতে পারছি না। ডিসি ও নরমাল সব আসনই ছিল পূর্ণ। ঘটনাটি আসলেই অবিশ্বাস্য।’

ঢাকার সিনেপ্লেক্সেগুলোতেও একই চিত্র। সেখানেও ঈদ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি হওয়ার রেকর্ড রয়েছে। যার কারণে বাড়াতে হয়েছে শো সংখ্যাও। তবে মাল্টিপ্লেক্সগুলোতে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘সুড়ঙ্গ’ও দর্শকও ছিল চোখে পড়ার মতো। শাকিবের পাশাপাশি বেশ ভালোই চলছে নিশোর সিনেমা।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শক চাহিদার ওপর তাৎক্ষণিক শোর সংখ্যা বাড়াচ্ছি, কমাচ্ছি। দর্শকদের কথা ভেবে আমরা “প্রিয়তমা” ও “সুড়ঙ্গ”র শো সংখ্যা বাড়িয়েছি। তারপরও অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। আগামী ২-৩ দিন এই দুই ছবির টিকিট নাই। এটা বাংলা ছবির জন্য সত্যি আশার আলো।’

‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘সারা বাংলাদেশে প্রতিদিন “প্রিয়তমা”র ৪৫০-এর বেশি শো চলছে। আর সবখান থেকেই সংবাদ আসছে, সবগুলো শো-ই হাউজফুল। শুধু তাই না, দর্শক টিকিট পাচ্ছে না।’

‘সুড়ঙ্গ’ সিনেমার দৃশ্য

‘সুরঙ্গ’র নির্মাতা রায়হান রাফি বলেন, ‘আগে “পরাণ” ও “হাওয়া” ছবি দুটিতে দেখার জন্য মানুষের যে পরিমাণ ভিড় লক্ষ করা গেছে “সুড়ঙ্গ” সেই রেকর্ডও ভাঙার পথে। এই বর্ষার দিনে বৃষ্টি উপেক্ষে করে দর্শক হলগুলো ভিড় করছে। “সুড়ঙ্গ” মুক্তির দিন থেকেই দর্শকদের আগ্রহ ব্যাপক। আশা করি, এটি সামনে আরও ব্যবসা করবে।’

এদিকে, পিছিয়ে নেই ঈদের সিনেমা ‘প্রহেলিকা’ আর ‘ক্যাসিনো’। ঢাকার হলগুলোতে বেশ ভালোই যাচ্ছে সিনেমাগুলো। তবে সেভাবে সাড়া ফেলতে পারেনি অপুর ‘লাল শাড়ি’। নির্মাতা চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’র মধ্যদিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলেছে দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। তাই এটি নিয়ে মাহফুজ ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সিনেমার গল্পটিও জয় করেছে দর্শকদের মন। প্রথম দিকে মাত্র আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও পরবর্তী সময়ে বেড়েছে এর হল সংখ্যা। ‘ক্যাসিনো’র বেলাও তাই হয়েছে। অ্যাকশনধর্মী এই সিনেমাটি প্রথমে মুক্তি পায় ১৬টি প্রেক্ষাগৃহে।

‘ক্যাসিনো’ সিনেমার পোস্টার

‘ক্যাসিনো’র নিমার্তা সৈকত নাসির বলেন, ‘পরিবার নিয়ে দেখার মতো ছবি “ক্যাসিনো”। বৈরী আবহাওয়ার মাঝেও দর্শক সিনেমাটি দেখতে হলমুখী হচ্ছেন। ইতিমধ্যেই দর্শকদের চাপে এর শো সংখ্যা বাড়ানো হয়েছে। আশা করি, আগামীতে এর হল সংখ্যা আরও বাড়বে।’

‘লাল শাড়ি’র মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রযোজনায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সরকারী অর্থায়নের এই সিনেমা ঈদে ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প ঘিরে। বিলুপ্ত প্রায় এই শিল্প ও এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ ও দুঃখ গল্পই বলা হয়েছে সিনেমায়। এটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস।

‘লাল শাড়ি’র দৃশ্য

আরও খবর

Sponsered content

Powered by