রাজশাহী

ঈশ্বরদীতে চিনিকল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২০ , ৬:২১:০৬ প্রিন্ট সংস্করণ

ঈশ^রদী (পাবনা) প্রতিনিধি : পাবনা চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষি ফেডারেশনের ডাকে শনিবার ঈশ্বরদীতে বিশাল মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দফা দাবিতে শহরের রেলগেট হতে পোষ্ট অফিস মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষি ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতা-কর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধন ও পথসভা শেষে শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা স্থানীয় জাতীয় সংসদ সদস্যের বাড়ির সামনের সড়কে ঘন্টাব্যাপী অবস্থান করে।

আখচাষী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রমিক নেতা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, জাসদের জেলার নেতা জাহাঙ্গির হোসেন, সাঁড়া ইউপির চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by