রাজশাহী

ঈশ্বরদীর বালু মহালে পাবনা জেলা প্রশাসনের অভিযান

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২০ , ৪:৫৪:২২ প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদীর বালু মহালে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলাম পাড়া পদ্মা নদীর তীরে বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ভেকু ও বালু পরিবহনের গাড়ি জব্দ করা হলেও কেউ গ্রেফতার হয়নি।

ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্ব ৫ জন ম্যাজিষ্ট্রেট ও র‌্যাব-১২ এর সদস্য এবং ঈশ্বরদী থানা পুলিশ অংশগ্রহণ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত ২ টি ভেকু, ১ টি ড্রেজার, এবং বালু পরিবহনের ১৫ টি গাড়ি জব্দ করা হয়েছে।

প্রশাসনের গাড়ি দেখে বালু উত্তোলনের সাথে জড়িতরা দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বালু পরিবহনের জন্য জব্দকৃত গাড়ীগুলো স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামের জিম্বায় রাখা হয়েছে। এ ব্যপারে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়েরের জন্য বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by