ময়মনসিংহ

ইসলামপুর হানাদারমুক্ত দিবস পালিত

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২০ , ৫:৫৬:০০ প্রিন্ট সংস্করণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। একাত্তরের এইদিনে বাংলার অকুতোভয় মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে ইসলামপুর উপজেলায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার থানামোড় বটতলা চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সাহাদত হোসেন স্বাধীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেস, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম প্রমূখ।

আরও খবর

Sponsered content

Powered by